সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোমেনা আলী বিজ্ঞান স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ জুলাই) সকাল ৭টায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের একাডেমী ভবনে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে কম্পিউটার, প্রিন্টার, আসবাবপত্র, অফিসিয়াল কাগজপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, স্কুলের একাডেমী ভবনের নিচতলায় অফিস রুম থেকে ধোয়া বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আগুন অন্যান্য রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিনার হোসেন জানান, কম্পিউটার ল্যাবে শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে তা দ্রুত অন্যান্য রুমে ছড়িয়ে পড়ে। ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আজকের বাজার/আরআইএস