সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া মালিপাড়া গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত সনাতন চন্দ্র ভৌমিককে (৫১) একই গ্রামের বৈদ্যচন্দ্র ভৌমিকের ছেলে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে জেলার কামারখন্দ উপজেলা সদরের হরিপদের মেয়ে স্বপ্না রানীর সাথে সনাতন চন্দ্র ভৌমিকের বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসাবে ধার্য্য করা ১ লাখ টাকার মধ্যে ৬০ হাজার টাকা দেয়া হয় সনাতন চন্দ্রকে। বাকি ৪০ হাজার টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতো সে। এক পর্যায়ে ২০০১ সালের ২ আগস্ট রাতে যৌতুকের দাবিতে স্ত্রী স্বপ্না রানীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করেন ভৌমিক। এ ঘটনায় নিহতের মা রাজু বালাদে বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার পর থেকেই সপরিবারে পলাতক রয়েছেন সনাতন ভৌমিক। মামলার তদন্ত শেষে সনাতনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান