সিরাজগঞ্জে স্বামীর পাতা বৈদ্যুতিক ফাঁদে স্ত্রীর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুলাই) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাদারজানি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মাজেদা বেগম (৩৫)। তিনি ওই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

আব্দুল খালেক জানান, শেয়ালের আক্রমণ থেকে মুরগি রক্ষার জন্য খামারের চারপাশে জেআই তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখি। আমার স্ত্রী অজান্তে সেই ফাঁদে পড়ে নিহত হন।

আজকের বাজার/একেএ