সিরাজগঞ্জের সলঙ্গায় একটি যাত্রীবাহী বাস চাপায় ২ ভ্যান আরোহী নিহত ও আরো ৩ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে জেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা মোড় এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপায় এ দুর্ঘটনাটি ঘটে।
তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সলঙ্গা থানার ওসি মোহাম্মদ ওহেদুজ্জামান জানান, সোমবার দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ব্যাটারি চালিত অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের ২ আরো মারা যায় এবং আরো ৩ আরোহী গুরুতর আহত হয়।
আজকের বাজার/একেএ