সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৭ জন আহত হয়েছেন।

নিহতের নাম আব্দুল করিম (৩২)। নিহত আব্দুল করিম বরিশাল জেলার বাসিন্দা।

বুধবার (১৬ মে) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান কোনাবাড়ী এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক করিম নিহত হন। আহত হন অন্তত ৭ বাস যাত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

আজকের বাজার/একেএ