সিরাজগঞ্জ পৌর এলাকার কোর্ট মসজিদের কাছে সড়ক দুর্ঘটনায় গ্রামীণফোনের ১ কর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ ব্যক্তি।
সোমবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে ওই এলাকায় একটি বাস তাদেরকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল্লাহ আল মামুন (২৮)। নিহত মামুন শহরের মাছুমপুর মহল্লার সাইদুল ইসলামের ছেলে। তিনি গ্রামীণফোন ডিস্ট্রিবিউটর সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
আহত শফিকুল ইসলাম (৪২) একই মহল্লার মৃত ফজলার রহমানের ছেলে ও নিহত মামুনের শ্বশুর।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মোকাররম হোসেন জানান, মামুন ও তার শ্বশুর শফিকুল হেঁটে নিউ মার্কেট থেকে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় এসআই পরিবহনের একটি বাস সাইটবক্সের ডালা খোলা অবস্থায় কাউন্টার থেকে এম এ মতিন বাস টার্মিনালের দিকে যাচ্ছিল।
বাসটি ঘটনাস্থলে পৌঁছলে সাইটবক্সের খোলা ডালার সঙ্গে ধাক্কা লেগে মামুন ও শফিকুল আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১০টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে মামুন মারা যান।
আহত শফিকুলকে সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান উপ-পরিদর্শক মোকাররম হোসেন।
আজকের বাজার/একেএ