সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার এলাকায় রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
নিহত টি এম কামরুল হাসান (৩৫) সগুনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও কুন্দইল গ্রামের বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরন্নবী প্রধান এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে মহিষলুটি বাজার এলাকায় একটি ট্রাক কামরুল হাসানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা লাশ নিয়ে গেছে বলে জানান তিনি।