সিরাজগঞ্জে ৪ লাখ ৮৯ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে

শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে ১২ ডিসেম্বর সিরাজগঞ্জে ৪ লাখ ৮৯ হাজার ৩৬১ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৩ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৬ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসূল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এসব তথ্য জানান।

তিনি আরো জানান, জেলার ২ হাজার ১২৭টি কেন্দ্র থেকে এ টিকা খাওয়ানো হবে। টিকা কার্যক্রমে ৪ হাজার ২৫৪ জন স্বেচ্ছাসেবক ও পরিবার পরিকল্পনা বিভাগের ৭৩৮ মাঠকর্মী অংশ নিবেন এবং ১০৪১ জন প্রথম সারির তত্বাবধায়ক টিকাদান কেন্দ্র সরাসরি তত্বাবধান করবেন।

প্রেস ব্রিফিংয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ফ.ম ওবায়দুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকমীগণ উপস্থিত ছিলেন। (বাসস)