সিরাজগঞ্জে ৫ হাজার ইয়াবাসহ আটক ২

সিরাজগঞ্জ থেকে প্রায় ৫ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মো. আল আমিন ও মো. আব্দুল জলিল। তারা জেলার পৌরএলাকার বাসিন্দা।

শনিবার (২ জুন) দুপুরে সংবাদ সম্মেলন করে আটকের বিষয়টি জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী, বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের ভাতিজা মনিরুজ্জামান লাবু বিশ্বাস এই মাদকগুলো তাদের মাধ্যমে চালান দিচ্ছিলো। পুলিশ লাবুকে আটকের চেষ্টা করছে।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার এসবি ফজলুল হক রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে কসমেটিকের কার্টুনে ইয়াবাগুলো মোটরসাইকেলযোগে কড্ডা মোড়ের দিকে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

পরে কার্টুন থেকে বিশেষ কৌশলে ২৪টি কৌটায় রাখা ৪ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ ও ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম প্রমুখ।

রাসেল/