সিরাজগঞ্জের মহাসড়কে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন ৬ শ্রমিক। এ সময় তাদের সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ জুলাই) দুপুরের দিকে কামারখন্দের কোনাবাড়ি এলাকা থেকে মূমুর্ষূ অবস্থায় তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার শিকার শ্রমিকরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুর রাজ্জাক (৩৬), একই উপজেলার বেতকাপা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে রানা (৩০), বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের নুরুল বিশ্বাসের ছেলে বাবু (৩৫), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বুরুজ আলীর ছেলে আশরাফুল (৩০), লালমনিরহাট জেলা সদরের তালুকবানি গ্রামের হাসান আলীর ছেলে মো. রাব্বি (২০) ও একই এলাকার আলমগীরের ছেলে আনোয়ারুল (১৪)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, কোনাবাড়ি এলাকায় মহাসড়কের পাশে ওই ৬ শ্রমিককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজকের বাজার/আরআইএস