ডান-হাতি পেসার ডোয়াইন প্রিটোরিয়াসের বোলিং নৈপুন্যে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে সমতা আনলো দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে প্রোটিয়ারা ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। প্রথম টি-টুয়েন্টি ৩ রানে জিতেছিলো পাকিস্তান।
লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ৪৮ রানের মধ্যে পাকিস্তানের ৩ উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এরপর মিডল-অর্ডার ব্যাটসম্যান ইফতেখার আহমেদকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন প্রথম ম্যাচে সেঞ্চুরি করা ওপেনার মোহাম্মদ রিজওয়ান।
ইফতেখারকে ২০ রানে থামিয়ে ইনিংসে দ্বিতীয় উইকেট নেন প্রিটোরিয়াস। এরপর আরও ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে ৭ উইকেটে ১৪৪ রানে আটকে রাখেন প্রিটোরিয়াস। রিজওয়ান ৪১ বলে ৫১ ও শেষদিকে ১২ বলে অপরাজিত ৩০ রান করেন ফাহিম আশরাফ। বল হাতে ১৭ রানে ৫ উইকেট নেন প্রিটোরিয়াস। ১৩ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট নিলেন তিনি।
জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যে শুরুতে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকাও। ২১ রানে ২ উইকেট হারায় তারা। তবে ওপেনার রেজা হেনড্রিক্স-পেট্রাস ভ্যান বিলিয়ন ৪২ রান করে এবং শেষদিকে, ডেভিড মিলারের অপরাজিত ২৫ ও অধিনায়ক হেনরিচ ক্লাসেনের অপরাজিত ১৭ রানের কল্যাণে ২২ বল বাকী থাকতেই জয়ের স্বাদ পায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন প্রিটোরিয়াস।
আজ সন্ধ্যায় একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।