সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে বিকালে মাঠে নামবে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ফলে সিরিজ জয়ের জন্য বাকি দুই ম্যচেই জিততে হবে টাইগারদের।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শ্রীলঙ্কার আতিথ্য গ্রহন করবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও মাছারাঙ্গা টেলিভিশন।

মালিঙ্গার বিদায়ী ম্যাচে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ লড়াই করতে পারেনি। বাজে বোলিং ও ফিল্ডিংয়ের পর মালিঙ্গার শুরুর ধাক্কা আর সামাল দিতে পারেননি তামিম-সৌম্যরা। মুশফিকুর রহিম ও সাব্বির রহমান হাফ সেঞ্চুরি করলেও আর কেউ লঙ্কান বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। ফলে ওই ম্যাচে বাংলাদেশ হারে ৯১ রানে।

আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক তামিম বলেন, ‘একটা সময় মনে হচ্ছিল আমাদের লক্ষ্য (প্রথম ম্যাচে) ৩৫০-৩৬০ রানে ঠেকবে। সেখান থেকে ছেলেরা ঘুরে দাঁড়িয়ে মানসিক শক্তির পরিচয় দিয়েছে। আমাদেরকে এখন দ্রুত গুছিয়ে উঠতে হবে। আরও দুটি ম্যাচ বাকি আছে। আশা করি আমরা আরও ভালো করব।’

দলের অভিজ্ঞ মাশরাফি বিন মুর্তজা ও বিশ্বসেরা অলরাউন্ডার অভাব মাঠে বেশ ভালো করেই বোধ করছে বাংলাদেশ। তবে তাদের ব্যপারে মাথা না ঘামিয়ে বর্তমান দলের উপরই আস্থা রাখতে চাইছেন তামিম।

এ প্রসঙ্গে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘১৫ জনের যে দল আছে, তাদের নিয়ে আমি খুশি। ওদের ওপর বিশ্বাস রাখতে হবে। ওদের সামর্থ্য আছে, স্রেফ দায়িত্ব নিয়ে খেলতে হবে। ভালো ব্যাপার হল, এখনও দুটি ম্যাচ আছে, আমরা লড়াইয়ে আছি।’

আজকের বাজার/এমএইচ