ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার (৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় স্পিকার ক্রিকেট দলের সকলকে শুভেচ্ছা জানান।
ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ।
এর আগে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে জিতে টাইগাররা।
আজকের বাজার/এমএইচ