সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে জয়ের জন্য ১৯১ রানের টার্গেট পায় বাংলাদেশ। তবে ৫০ রানে হারে বাংলাদেশ। ১৯০ রানের টার্গেট থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। লিটন দাশ ছাড়া তেমন কেউ ক্রিজে বেশিক্ষন টিকতে পারেননি। শেষের দিকে মিরাজ ও আবু হায়দার রনি কিছুটা লড়াই করলেও তা যথেষ্ট ছিলো না। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন লিটন।
মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত বোলিংয়ে ১৯ দশমিক ২ ওভারে ১৯০ রানে অলআউট হয় সফরকারীরা।
তিন ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচে শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান।
ব্যাট হাতে নেমেই ঝড় তোলেন ক্যারিবীয় ওপেনার এভিন লুইস। লুইস ঝড় থামান সহ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তার আগেই ৩৬ বলে ৮৯ রানের দানবীয় ইনিংস উপহার দেন লুইস। ৮টি বিশাল ছক্কা ও ৬টি চারে সাজান তার ইনিংসটি।
প্রথম ৫ ওভারেই শাই হোপকে সাথে নিয়ে ৭৬ রান সংগ্রহ করেন লুইস। হোপকে (২৩) ফিরিয়ে এই জুটি ভাঙেন সাকিব। দ্রুতই ফিরে যান কেমো পল। তাকে ফেরান মুস্তাফিজ। এরপর ৯ দশমিক ২ ওভারে দলীয় ১২২ রানে লুইসকে ফেরান রিয়াদ। পরের বলেই শিমরন হেটমেয়ারকে ফিরিয়ে দেন সাইল্যান্ট কিলারখ্যাত রিয়াদ।
রভমন পাওয়েলকে (১৯) ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন এ ডানহাতি স্পিনার। এরপর নিকোলাস পুরানকে (২৯) আউট করে বাংলাদেশকে খেলায় ফেরান ফিজ।
বাংলাদেশের পক্ষে রিয়াদ ৩ দশমিক ২ ওভারে ১৮ রান দিয়ে ৩টি, সাকিব ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩টি এবং মুস্তাফিজ ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট লাভ করেন।
তিন ম্যাচের সিরিজ ১-১ এ সমতা বিরাজ করছে।
আজকের বাজার/এমএইচ