শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়ারা ৯ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। সিরিজ জয়ের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়েও গেল দক্ষিণ আফ্রিকা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের সাথে পেসারদের তোপে ১০৩ রানেই গুটিয়ে যায় লংকানরা।
দক্ষিণ আফ্রিকার তিন স্পিনার তাবরাইজ শামসি-আইডেন মার্করাম ৩টি করে উইকেট নিয়ে শ্রীলংকাকে বড় স্কোর করতে দেননি। শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার কুশল পেরেরা। ২০ রান করেন ভানুকা রাজাপাকশে।
১০৪ রানের সহজ টার্গেট স্পর্শ করতে মোটেও বেগ পেতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ৩৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা। ওপেনার কুইন্টন ডি কক ৪৮ বলে অপরাজিত ৫৮ এবং মার্করাম ১৯ বলে ২১ রান করেন। ১৮ রান করে আউট হন রেজা হেনড্রিকস। ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার শামসি। আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান