ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ টি২০ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় নাগপুরে ম্যাচটি শুরু হবে।
তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে গত ৩ নভেম্বর ভারতকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। তবে ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় রোহিত শর্মার দল।
আজকের বাজার/এমএইচ