তিন ম্যাচ টি-২০ সিরিজের অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে নজর রেখে সংক্ষিপ্ত ভার্সনের সিরিজ শুরু করে দুই দল।
প্রথম টি-২০ ম্যাচে ভারত, দ্বিতীয়টিতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। দু’দলই রান চেজ করে ম্যাচ যথাক্রমে ৬ ও ৮ উইকেটে জয় পেলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।
ফলে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি রুপ নিয়েছে অঘোষিত ফাইনালে। আর সেই ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচের জয়ী দল জিতে নিবে সিরিজ। মুম্বাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
আজকের বাজার/লুৎফর রহমান