ইসরায়েলি সেনাবাহিনী বুধবার বলেছে, তারা সিরিয়ার অভ্যন্তরে সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েল অভিমুখে দামেস্কের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে তারা এই হামলা চালায়। খবর এএফপি’র।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়, ‘গতকাল (মঙ্গলবার) ইসরায়েলের দিকে তাক করে সিরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এর জবাবে আইডিএফ যুদ্ধবিমান সিরিয়ার সামরিক বাহিনীর বিভিন্ন অবকাঠামো এবং মর্টার লঞ্চার লক্ষ্য করে হামলা চালায়।’
আইডিএফের একজন মুখপাত্র এএফপি’কে বলেছেন, সিরিয়ার অভ্যন্তরে এসব হামলা চালানো হয়।