যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিশেষ অভিযান বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেটের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে একজন মধ্য-স্থানীয় নেতাকে আটক করেছে।
ঐ নেতা দেইর এল-যৌরের গ্রামে সন্ত্রাসী গোষ্ঠীর হামলার সঙ্গে যুক্ত। জোটের কর্মকর্তারা বৃহস্পতিবার এই মিশনের সাফল্যকে সাধুবাদ জানালেও বুধবারের অভিযান সম্পর্কে তেমন কোনো তথ্য প্রকাশ করেনি, যার মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সদস্যরা ছিলেন।
গত সপ্তাহে দেইর এল-যৌর এলাকায় এটি ছিল এই দ্বিতীয় অভিযান। পহেলা মে এসডিএফ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে হাজিনে আইএস এর এক সদস্য গ্রেফতার হয়। বলা হয়, দেইর এল-যৌরের পূর্বাঞ্চলীয় গ্রামে যুক্তরাষ্ট্র মদতপুষ্ট বাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল তারা।
এসডিএফ কমান্ডাররা গত এক মাস ধরে ঐ অঞ্চলে আইএসের অভিযান বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এসডিএফের এক ঘনিষ্ঠ সূত্র ভয়েস অফ আমেরিকাকে জানায়, অনেক হামলাতেই উন্নত বিস্ফোরক যন্ত্র ব্যবহার করা হয় তবে সেই সঙ্গে আইএস যোদ্ধাদের হামলা ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠেছে।