সিরিয়ায় উত্তর-পশ্চিমে রাশিয়ার হামলায় ৮ যোদ্ধা নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমে বিদ্রোহীদের একটি ঘাঁটি লক্ষ্য করে সোমবার ভোরে রাশিয়া বিমান হামলা চালালে অন্তত আট যোদ্ধা নিহত হয়। যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ কথা জানায়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট-এর প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রাশিয়ার যুদ্ধবিমান ইদলিব নগরীর পশ্চিম উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে অন্তত আট যোদ্ধাকে হত্যা করেছে।’ খবর এএফপি’র। (বাসস ডেস্ক)