সিরিয়ায় সংঘর্ষে আইএস’র ৮ যোদ্ধা নিহত

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে রোববার সংঘর্ষে ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত স্থানীয় এক নেতা এবং সাত যোদ্ধা নিহত হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আন্দোলনের মধ্যদিয়ে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে এবং তা বছরের পর বছর ধরে চলছে। বিদ্রোহীদের সাথে পুনর্মিলন চুক্তির পর ২০১৮ সালে সরকারি বাহিনী ফিরে আসা সত্ত্বেও দারা প্রদেশ এখনো অস্থিতিশীল রয়ে গেছে।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, স্থানীয় বিভিন্ন উপদল এবং আইএস’র সাথে যুক্ত এক গ্রুপের মধ্যে সহিংসতায় নিহত আট জনের মধ্যে সিনিয়র এক নেতা রয়েছেন।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘সানা জানায়’, ‘দায়েশের আট সন্ত্রাসী নাওয়া শহরে সংঘর্ষে নিহত হয়েছে। দায়েশ হচ্ছে আইএস’র আরবি নাম।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ‘হাউরানের তথাকথিত নেতা’ রয়েছে। এটি সিরিয়ার দক্ষিণ এবং জর্ডানের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সক্রিয়। (বাসস ডেস্ক)