যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পূর্বাঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে আইএসের হামলায় ৩৩ জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার এ কথা জানিয়েছে। যদিও এর আগে বলা হয়েছিল এ হামলায় ২৬ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সামরিক বাহিনীর গাড়িতে চালানো এ জঙ্গি হামলা চলতি বছর সরকারি বাহিনীর ওপর চালানো হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ।
সিরিয়ায় ২০১৯ সালে ইসলামিক স্টেট গ্রুপ বা আইএস তাদের সর্বশেষ ভূখন্ডেরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু মরুভূমির গোপন আস্তানা থেকে তারা মাঝে মাঝেই অতর্কিত হামলা চালায়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদেল রহমান বলেন, সেনাবাহিনীর গাড়িতে চালানো হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হয়েছে।
লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠনটি শুক্রবার বলেছে, জিহাদিরা মায়াদিনের কাছের মরুভূমিতে সামরিক যানটি ঘিরে ফেলে গুলি চালাতে শুরু করে।
পরে আইএস হামলার দায় স্বীকার করে তাদের ‘আমাক বার্তা’ সংস্থা থেকে বলেছে, তাদের যোদ্ধারা দু’টি সামরিক যানে অতর্কিত হামলা চালিয়েছে এবং বাস দ’ুটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
একটি সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, সন্ত্রাসী হামলায় বেশকিছু সংখ্যক সেনা সদস্য হতাহত হয়েছে।
আবদেল রহমান বলেছেন, আইএস সম্প্রতি সেনাবাহিনীর ওপর হামলা জোরদার করেছে। তাদের লক্ষ্য বেশি সংখ্যক সামরিক সদস্যের প্রাণহানি ঘটানো। (বাসস ডেস্ক)