সিরিয়ার প্রধান দ’ুটি বিমানবন্দরে ইসরাইলের বিমান হামলার রাশিয়া নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। খবর এএফপি’র।
বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, ‘ইসরাইলের এমন পদক্ষেপ সিরিয়ান আরব রিপাবলিকানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের মূল নীতির চরম লঙ্ঘন।’
ঐ প্রতিবেদনে আরও বলা হয়, ‘এই ধরনের পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে কারণ, এসব হামলা পুরো অঞ্চলজুড়ে সশস্ত্র সংঘাত ছড়ানোর মদদ জোগাতে পারে।’