সিরিয়াকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া সিরিয়া সরকারকে রাসায়নিক অস্ত্র তৈরির উপকরণ সরবরাহ করছে বলে দাবি করেছে জাতিসংঘ বিশেষজ্ঞ দল।
উত্তর কোরিয়া থেকে সিরিয়ায় সরবরাহ করা উপকরণগুলোর মধ্যে রয়েছে, এসিড রেসিসট্যন্ট টাইলস, ভালভস এবং থার্মোমিটার। সূত্র: এবিসি নিউজ।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞদেরও সিরিয়ার অস্ত্র তৈরির কারখানাগুলোতে দেখা গেছে।
এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতিয়েরেজ উত্তর কোরিয়া এবং সিরিয়াকে সতর্ক করেছেন যে, রাসায়নিক অস্ত্র তৈরি, এর ব্যবহার এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা সব দেশেরই মেনে চলা উচিৎ।
উল্লেখ্য, সম্প্রতি আসাদ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, সিরিয়ার ঘৌটায় বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহারের করা হচ্ছে।
সিরিয়ার বিরোধীদলীয় অন্তর্বতীকালীন সরকারের স্বাস্থ মন্ত্রণালয় থেকে বলা হয়, কয়েকজনকে শিফোনিয়ায় চিকিৎসা দেয়া হচ্ছে। তারা শ্বাসনালীর যন্ত্রণা, প্রদাহ, চোখ জালা-পোড়া ও মাথা ঘোরার মত বিভিন্ন সমস্যায় জর্জরিত।
আজকের বাজার: আরজেড/ ২৮ ফেব্রুয়ারি ২০১৮