সিরিয়ার দক্ষিণাঞ্চলে বুধবার সকালে আঘাত হানা ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইল ছুঁড়েছে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়া সরকার ও তাদের মিত্র নিয়ন্ত্রিত সামরিক অবস্থান লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক ব্রিটেন ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, গোলান মালভূমির নিকটবর্তী দক্ষিণাঞ্চলে আঘাত হানা ক্ষেপণাস্ত্রগুলো ‘সম্ভবত’ ইসরাইলের ছিল।
তারা আরো জানায়, দামেস্কর দক্ষিণের দারা প্রদেশের তাল আল-হেরা এবং পার্শ্ববর্তী কুনিত্রাথি প্রদেশের দু’টি এলাকা লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
পর্যবেক্ষণ সংস্থার পরিচালক রামি আবদেল রাহমান বলেন, ‘এ ধরনের হামলা মোকাবেলায় সরকারের বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।’
বিস্তারিত উল্লেখ না করে পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়, এসব হামলায় ‘জীবন হানি’ ঘটেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরেও ওই অঞ্চলে ‘ইসরাইলের আগ্রাসন’ চালানোর কথা বলা হয়েছে।
২০১১ সালে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইল শত শত বার সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী এবং তার সরকারের মিত্র ইরান ও হিজবুল্লাহ’র অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালায়।
উল্লেখ্য, সিরীয় সংঘাতে এ পর্যন্ত তিন লাখ ৭০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে।