সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমান হামলায় নিহত ১৭

 

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিদ্রোহীদের দখলকৃত এলাকায় বিমান হামলায় শিশুসহ অন্তত ১৭ জন বেসামিরক নাগরিকের মৃত্যু হয়েছে।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা বলছে, গত ১৯ জুন থেকে শুরু হওয়া সরকারি বাহিনীর হামলার মধ্যে পূর্বাঞ্চলীয় দারায় আল-মুসয়ফাহের হামলা ছিল সবচেয়ে ভয়াবহ।

পর্যবেক্ষণে বলা হয়, সরকারি বাহিনীর এই হামলাটি ছিল মিসাইল হামলা প্রতিরোধ করার জন্য মূলত একটি কৌশলগত পদক্ষেপ। এর মাধ্যমে সরকারি বাহিনী সামনের দিকে এগিয়ে যাবে এবং জর্ডানের সাথে সীমানা মুক্ত করবে।

আবু মাহমুদ হৌরনাই নামে একজন এক্টিভিস্ট বলেন, হামলার পর থেকে ভূগর্ভস্থ ওই আশ্রয় কেন্দ্র থেকে উদ্ধারকারীরা এখনো মরদেহ উদ্ধার করছে।

২০ জন পর্যন্ত মৃতদেহ তিনি গুনেছেন দাবি করে বলেন, তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আজকের বাজার/এসএম