সিরিয়ার পূর্ব গৌতা ও আফরিনে বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে আলাদা দুই হামলায় ৬০ হাজারেরও বেশি মানুষ পালিয়ে গেছে; জাতিসংঘ।
সিরিয়ার পূর্ব গৌতা থেকে ১৬ হাজার ও উত্তরাঞ্চলীয় শহর আফরিন থেকে প্রায় ৫০ হাজার মানুষ পালিয়ে গেছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শুক্রবার পূর্ব গৌতায় রুশ বিমান হামলায় ১৪ শিশুসহ নিহত হয়েছে ৮০ জন। অন্যদিকে, কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া নিয়ন্ত্রিত আফরিন শহরে বিমান হামলায় সাত শিশুসহ অন্তত ৪৩ জন নিহত হয়েছে।
তবে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় ঘর ছেড়ে পালানো মানুষের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে জানান, সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের রাষ্ট্রদূত।
আজকের বাজার/আরজেড