সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে সোমবার তুর্কি সমর্থিত বিদ্রোহীদের ওপর দামেস্ক সরকারের মিত্র দেশ রাশিয়ার বিমান হামলায় ৭৮ জন নিহত হয়েছে। একটি পর্যবেক্ষণ গ্রুপ প্রাণহানির এ নতুন সংখ্যার কথা জানায়। খবর এএফপি’র।
ব্রিটেন ভিত্তি মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের সর্বশেষ প্রধান ঘাঁটি ইদলিবের ফয়লাক আল-শাম শাখার প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে চালানো রুশ বিমান হামলায় আরো ৯০ জনের বেশি মানুষ আহত হয়েছে।