সিরিয়ায় সেনাবাহিনীর একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা।হামলায় বেশ কয়েজন হতাহত হয়েছে বলেও জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময় সোমবার ভোরে হোমসের টেইফুর বিমানবন্দরের টি-ফোর বিমান ঘাঁটিতে এ হামলা হয়।
সানা জানায়, বিমান ঘাঁটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এসময় বিমানবাহিনী পাল্টা হামলা চালায় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে, ক্ষেপণাস্ত্র হামলা কারা চালিয়েছে তা জানা যায়নি।
এর আগে, রবিবার সিরিয়ার ঘৌতায় সরকারি বাহিনীর রাসায়নিক হামলায় নিহত হয় অন্তত ৭০জন।
আাজকের বাজার/আরজেড