সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমা প্রদেশে রোববার দু’টি স্থলমাইন বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।
আল-ইকবারিয়া চ্যানেল জানায়, সালামিয়াহ নগরীর কাছে সন্ত্রাসী গ্রুপের পেতে রাখা এ দু’টি স্থলমাইনের বিস্ফোরণে কমপক্ষে আরো তিনজন আহত হয়েছে।
সরকারি বার্তা সংস্থা সানা জানায়, নিহত সকলেই বেসামরিক নাগরিক। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, নিহতরা ছত্রাক চাষী বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘ জানায়, সিরিয়ার সংঘাতপূর্ণ বিভিন্ন এলাকায় এক কোটিরও বেশি মানুষ বসবাস করে।
গত জানুয়ারিতে অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স ওয়াচডগের হিসাব অনুযায়ী, সিরিয়া বিভিন্ন অস্ত্রের বিস্ফোরণে ১৯২ জনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ৬৫ শতাংশ ঘটে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে এবং স্থলমাইন বিস্ফোরণে ৫ শতাংশের মৃত্যু হয়।
সিরিয়ায় এক দশক আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে।