সিরিয়ার রাজধানী দামেস্কের একটি বাজারে বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত ৩৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।এছাড়াও অপর একটি হামলায় ৬ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।
মঙ্গলবার, পূর্ব গৌতার বিদ্রোহীরা এ রকেট হামলা চালায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পুলিশ জানায়, জারামানা শহরের কাছে কাশকুল এলাকা লক্ষ্য করে বিদ্রোহীরা এ হামলা চালায়। এর মাত্র কয়েক ঘণ্টা আগে ইরবিন শহরের এক স্কুলে বিমান হামলায় চার নারী ও ১৫ শিশু নিহত হয়।
সম্প্রতি বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতা পুনরুদ্ধার করতে অভিযানে নামে সিরিয়ার সরকার বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ১৪০০ বেসামরিক নিহত হয়েছে। আর প্রাণ বাঁচাতে ৫০ হাজারেরও বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
আজকের বাজার /আরজেড