সিরিয়া সীমান্তে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে থাকা আকাশাত শহর মুক্ত করেছে ইরাকের সেনাবাহিনী। ইউফ্রেটিস নদীর দক্ষিণে অবস্থিত এ শহরটি উদ্ধার অভিযানে ইরাকি বাহিনীকে সর্বাত্মক সহায়তা করে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবি।
দায়েশ সন্ত্রাসীদেরকে শহর থেকে হটাতে ১৭ সেপ্টেম্বর রোববার সকালে ত্রিমুখী হামলা চালায় ইরাকি সেনারা। এ সামরিক অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহ জানান, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ অভিযান চালানো হয়েছে।
ওই এলাকার একটি মহাসড়ক ইরাকের রাজধানী বাগদাদ, প্রতিবেশী জর্দান ও সিরিয়াকে সংযুক্ত করেছে। এর আগে হাশ্দ আশ-শাবি এক বিবৃতিতে জানিয়েছে, আকাশাত শহর মুক্ত করার অভিযানে খুব অল্প সময়ের মধ্যে প্রাথমিক সব লক্ষ্য অর্জিত হয়েছে। এ অভিযানে দু পক্ষের মধ্যে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।
সূত্র : পার্স টুডে
আজকের বাজার : এমএম / ১৭ সেপ্টেম্বর ২০১৭