সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে ১ ব্রিটিশ সেনার মৃত্যু হয়েছে।সিরিয়ায় কোন ব্রিটিশ সেনার মৃত্যুর ঘটনা এই প্রথম।খবর: এএফপির।
নিহত সেনা সদস্যের নাম সার্জেন্ট ম্যাট টনরেও(৩৩)।তিনি স্পেশাল এয়ার সার্ভিস ইউটিতে দায়িত্বরত ছিলেন। ম্যাটের বাড়ি ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে। তিনি আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করেন।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সিরিয়ার মানবিজ নগরীতে এক বোমা বিস্ফোরণে জোট বাহিনীর অন্য সদস্যদের সঙ্গে ম্যাটও আক্রান্ত হন। এ ঘটনায় এক মার্কিন সৈন্য নিহত ও জোটের অপর পাঁচ সৈন্য আহত হয়েছেন।
আজকের বাজার/আরজেড