সিরিয়ায় আন্তঃসীমান্ত মানবিক সহায়তা পুনরায় শুরুর লক্ষ্যে শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ করেছে।
প্রস্তাবটি পেশ করে জার্মানী ও বেলজিয়াম। এই প্রস্তাব নিয়ে সপ্তাহ ধরে বাক বিতন্ডার পর ১২ ভোটে এটি পাশ হয়। পরিষদের ১৫ সদস্যের মধ্যে রাশিয়া, চীন ও ডোমেনিকান রিপাবলিক এতে ভোট দেয়া থেকে বিরত থাকে। কূটনীতিক সূত্রে এ কথা জানা গেছে।
প্রস্তাব অনুযায়ী, ত্রাণ কাজে এক বছরের জন্যে বাব আল হাওয়া ক্রসিং পয়েন্ট ব্যবহার করা হবে। রাশিয়ার আপত্তির কারণে ত্রাণ সরবরাহের দুটি পয়েন্টের একটিকে বন্ধ রাখতে হচ্ছে।
বিগত ২০১৪ সাল থেকে সিরিয়ায় অনুমোদিত ত্রাণ সরবরাহের কাজ চলে আসছিল।
শুক্রবার রাতে এ অনুমোদনের সময়সীমা পার হয়ে যায়। এই প্রস্তাব পাশের কারণে সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব এলাকায় বসবাসরত কয়েক লাখ লোকের জন্যে জরুরি মানবিক সহায়তা পাঠানো সম্ভব হবে। ইদলিব সিরিয় সরকারের নিয়ন্ত্রণে নেই।
সিরিয় সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া কয়েক সপ্তাহ ধরেই বাব আল সালাম ক্রসিং বন্ধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলো উভয় ক্রসিংই ব্যবহারের পক্ষে মত দিয়ে আসছে।