সিরিয়ার মানবিজ শহরে বোমা হামলায় আমেরিকা ও ব্রিটেনের দুই সেনা নিহত হয়েছে।এছাড়া আরও ৫ জন সেনা সদস্য আহত হয়েছে।এসব সেনা আন্তর্জাতিক জোটের সদস্য হিসেবে সিরিয়ায় কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে তৎপর ছিল।
জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এসব সেনা হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। ঘোষণায় বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে দুই সেনা নিহত হয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ খবর নিশ্চিত করেছে।
আজকের বাজার/আরজেড