সিরিয়ায় সরকার বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।
রোববার রাতে সিরিয়ার হামা ও আলেপ্পো প্রদেশে এ হামলা করা হয়।
সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস এই ক্ষেপণাস্ত্র হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, যে কয়কটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, তার দুটিতে ‘ইরানী নাগরিক’ অবস্থান করছিল। অবজারভেটরি তাত্ক্ষণিকভাবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা অথবা কে বা কারা এই হামলা চালিয়েছে তা জানায়নি।
হামা ও আলেপ্পো প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে রবিবার রাতে কয়েকটি ‘শত্রু ক্ষেপণাস্ত্র’ হামলা চালানো হয়েছে। হামলাকারীর পরিচয় না জানিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ কথা জানিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস এই ক্ষেপণাস্ত্র হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, যে কয়কটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, তার দুটিতে ‘ইরানী নাগরিক’ অবস্থান করছিল। অবজারভেটরি তাত্ক্ষণিকভাবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা অথবা কে বা কারা এই হামলা চালিয়েছে তা জানায়নি।
আরজেড/