ইসরাইল সিরিয়ার দামেস্কতে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবারের এ হামলায় ইরানের আট নাগরিকসহ ১৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ব্রিটেন ভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। রয়টার্স এসব তথ্য জানায়।
সংস্থাটি জানায়, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই হামলা চালানো হয়।
সংস্থাটি আরো জানায়, দামেস্কতে ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালায় ইসরাইল।
আজকের বাজার/একেএ