সিরিয়ায় ইসরাইলি একটি গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হয়েছে। খবর ইসরাইলের চ্যানেল টুয়েন্টি ফোর’র।
বুধবার (২০ জুন) দেশটির কুনিত্রা প্রদেশের অদূরে আল-হাযার উপশহরে ড্রোনটি বিধ্বস্ত হয়।
চ্যানেল টুয়েন্টি ফোর’র খবরে বলা হয়, ড্রোনটি সিরিয় ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী এ খবরের সত্যতা স্বীকার করে বলেছে, বিধ্বস্ত ড্রোনটি তাদের কাছে রয়েছে। তবে সেনাবাহিনীর গুলিতে সেটি বিধ্বস্ত হয়েছে কি না তা স্পষ্ট করা হয় নি।
সিরিয়ার সামরিক বাহিনী কুনিত্রা প্রদেশে অভিযান অব্যাহত রেখেছে। সেখানে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।
কুনিত্রায় সেনবাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই ইসরাইল সেখানে ড্রোন পাঠিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
আজকের বাজার/একেএ