সিরিয়ায় রাতে ইসরাইলি বিমান হামলায় ইরানপন্থী মিলিশিয়াদের হয়ে লড়াই করা কমপক্ষে আট যোদ্ধা নিহত হয়েছে। বুধবার যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, রাজধানী দামেস্কর কাছে ইরানী বাহিনী ও তাদের লেবাননি মিত্র হিজবুল্লাহ গ্রুপের একটি অস্ত্র ঘাঁটি এবং তাদের একটি অবস্থান লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত যোদ্ধাদের পরিচয় জানা যায়নি।