সিরিয়ার পশ্চিমাঞ্চলে শনিবার ইসরাইলি বিমান হামলায় দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
দেশটির মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলী বাহিনী আল-হামিদিয়া শহরের কাছে স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে বিমান হামলা চালায়। যেখানে এ হামলা চালানো হয়, সেটি একটি মুরগির খামার ছিল। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়, ভূমধ্যসাগর থেকে এ বিমান হামলা চালানো হয়। এতে এক নারীসহ দুই বেসামরিক নাগরিক আহত হন।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে ইসরাইল তাদের উত্তরাঞ্চলীয় প্রতিবেশি এ দেশের বিরুদ্ধে কয়েকশ’বার বিমান হামলা চালিয়েছে।
ইসরাইলের এসব হামলার লক্ষ্য সিরিয়ার সরকারি সৈন্যের পাশাপাশি ইরান সমর্থিত বাহিনী ও লেবাননের শিয়া জঙ্গি গ্রুপ হিজবুল্লাহ’র যোদ্ধারা।