সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইসরাইলের দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। খবর এএফপি’র।
মঙ্গলবার (২৬ জুন) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ইসরাইলের দুটি ক্ষেপণাস্ত্র দামেস্ক আর্ন্তাতিক বিমানবন্দরে কাছে আঘাত হেনেছে।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রহমান এএফপি’কে বলেন, ক্ষেপণাস্ত্র দুটি বিমানবন্দরের কাছে হেজবুল্লাহর অস্ত্র গুদামে আঘাত হানে।
তিনি আরও জানান, স্থানীয় সময় রাত ১টার দিকে এ হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র দুটি অস্ত্র গুদামে আঘাত হানলেও এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেনি।
আজকের বাজার/একেএ