সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জিহাদিরা ১ জন দ্রুজে জিম্মিকে হত্যা করেছে। গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ স্বইদা থেকে বেশ কয়েকজন দ্রুজেকে জিম্মি করা হয়। খবর এএফপি’র।
রোববার (৫ আগস্ট) সিরিয়ার একটি সংবাদ মাধ্যম একথা জানিয়েছে।
স্বইদা২৪ নিউজ ওয়েবসাইটের প্রধান নূর রেদওয়ান বলেন, আইএস সদস্যরা ১৯ বছর বয়সী এক ছাত্রকে বৃহস্পতিবার হত্যা করে। ২৫ জুলাই স্বইদার একটি গ্রামে ভয়াবহ তা-ব চালানোর পর ৩০ জনের বেশি লোককে অপহরণ করে। এদের অধিকাংশই নারী ও শিশু।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অপহরণের পর এটাই প্রথম হত্যার ঘটনা।
আজকের বাজার/একেএ