সিরিয়ায় ক্ষেপাণাস্ত্র ছোড়ার হুমকি দিয়ে রাশিয়াকে সর্তক করেছেন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প।
বুধবার এক টুইটে সিরিয়ায় সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রকে মস্কোর হুঁশিয়ারির জবাবে এ কথা বলেন তিনি।
এসময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশে দাঁড়ানোর জন্য রাশিয়ার তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, যারা গ্যাস দিয়ে নিজের জনগণকে হত্যা করে তা উপভোগ করে, তাদের পাশে দাঁড়িয়ে রাশিয়া চরম ভুল করেছে। তিনি আরো বলেন, সিরিয়ার দিকে ছোড়া যে কোনো ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার প্রতিজ্ঞা করেছে রাশিয়া, তাই তাদের প্রস্তুত থাকতে হবে। কারণ, আধুনিক ও শক্তিশালি ক্ষেপণাস্ত্র দ্রুত ছোড়া হবে।
এর প্রতিক্রিয়ায় রাশিয়া জানায়, সিরিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হলে মস্কো জবাব দেবে। কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা আকাশেই ধ্বংস করা হবে।
সিরিয়ার পূর্ব গৌতায় বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ শহর দৌমায় রাসায়নিক হামলায় ৭০ জনের বেশি নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র-রাশিয়া মুখোমুখি অবস্থানে রয়েছে।
আজকের বাজার/আরজেড