সিরিয়ায় গণকবর থেকে ৫০টি মরদেহ উদ্ধার

সিরিয়ার রাকায় একটি গণকবর থেকে ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এগুলো জিহাদি ও বেসামরিক মানুষের লাশ। বার্তা সংস্থা এএফপি’র সূত্রে এসব তথ্য জানা যায়।
শনিবার ইসলামিক স্টেট (আইএস) এর সাবেক ঘাঁটি রাকার একটি গণকবর থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
রাকা সিভিল কাউন্সিল কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দাল্লাহ্ আল-এরিয়ান বলেন, ওই গণকবর থেকে প্রায় ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একটি হাসপাতালের কাছে ফুটবল খেলার মাঠে গণকবরটি পাওয়া গেছে।
সিরিয়া ও ইরাকের জিহাদিদের দখলকৃত বেশ কয়েকটি স্থানে সাম্প্রতিক মাসগুলোতে গণকবর পাওয়া গেছে।
আজকের বাজার/একেএ