সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলছে যে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলের একটি শহরে গাড়ি বোমা বিস্ফোরণে তিন জন অসামরিক লোক নিহত হয়েছে।

তবে ব্রিটেন ভিত্তিক নজরদারি সংস্থা ‘দি সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস’ তাল আবিয়াদ নামের ঐ শহরে মৃতের সংখ্যা বলছে ৯জন এবং একই পরিবারের ৪জন এতে প্রাণ হারায়।

মন্ত্রী বলছে যে শিল্প এলাকা সিনাতে বিস্ফোরণে ২০ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যার এই তারতম্য তাৎক্ষণিকভাবে নিরসন করা সম্ভব হয়নি তবে অবজারভেটরি বলছে আহতদের অনেকেরই অবস্থা অত্যন্ত সংকটজনক।

তুরস্কের সৈন্য এবং তুরস্ক সমর্থিত যোদ্ধারা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে আক্রমণ অভিযানের অংশ হিসেবেই অক্টোবর মাসে কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধাদের কাছ থেকে আবিয়াদ দখল করে নেয়।

আজকের এই গাড়ি বোমা হামলার জন্য মন্ত্রী সিরীয় কুর্দি যোদ্ধাদের দায়ী করেছে। তাল আবিয়াদ শহরে এ নিয়ে তৃতীয়বার এই হামলার ঘটনা ঘটলো যাতে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে।

আজকের বাজার/লুৎফর রহমান