সিরিয়ায় চিকিৎসা ও ত্রান পৌছাতে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ

সিরিয়ায় চলমান যুদ্ধ নিয়ে আবারও আলোচনায় বসেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সভায় আটকে পড়াদের চিকিৎসা ও ত্রান পৌছানোর বিষয়টি প্রাধান্য পায় এবং যুদ্ধবিরতি চেয়ে একটি প্রস্তাব করা হয়। অবশেষে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

তবে ভাবার বিষয় হলো, কিছু বড় জিহাদি বিদ্রোহী সংগঠন ও তাদের সহযোগীরা এ বিরতির আওতায় না আসায় যুদ্ধবিরতি শেষ পর্যন্ত কার্যকর হবে কি না তা সংশয়ের বিষয়।

এদিকে গত সপ্তাহ থেকে ঘৌতায় বিদ্রোহীদের ছিটমহলে বোমা হামলা শুরু করছে সরকারি বাহিনী।

রোববার থেকে শুরু হওয়া সরকারি বাহিনীর অভিযানে অন্তত ৫০০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে বিদ্রোহীদের গুলিতে দামাস্কাসে অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর রয়েছে।
সূত্র: বিবিসি।

আজকের বাজার : আরজেড/আরএম/ ২৫ ফেব্রুয়ারি ২০১৮