সিরিয়ার পূর্বাঞ্চলে রোবরার সরকারি সৈন্য বহন করা একটি বাসে বন্দুকধারীদের হামলায় তিন সৈন্য নিহত ও ১০ জন আহত হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্য একথা জানায়। খবর এএফপি’র।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা এসএএনএ জানায়, ‘ একটি বাসে সন্ত্রাসী গ্রুপের হামলায় তিন সৈন্য নিহত ও আরো ১০ জন আহত হয়েছে।’
এতে আরো জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় দিয়ার ইজোর প্রদেশে এ হামলা চালানো হয়।
ইসলামিক স্টেট গ্রুপ তাদের প্রচারণা অস্ত্র সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে।