ইসলামিক স্টেট গ্রুপ সিরিয়ায় হামলায় প্রায় ৪০ সৈন্য নিহত হওয়ার দায় স্বীকার করেছে। দেশটির পূর্বাঞ্চলে একটি বাসে এ হামলা চালানোর এক দিন পর বৃহস্পতিবার তারা এ দায় স্বীকার করলো। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, আইএস বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় দিয়ার ইজোর প্রদেশে সরকারি সৈন্য লক্ষ্য করে এ হামলা চালায়। এতে ৩৭ সৈন্য নিহত হয়। তারা ছুটিতে বাড়ি যাচ্ছিল।
সংস্থাটি আরো জানায়, নিহতদের মধ্যে ৮ জন কর্মকর্তা রয়েছে। সেখানে হামলায় আরো ১২ সৈন্য আহত হয়।
আইএসের প্রচারণা মাধ্যম আমাকের এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা সরকারি সৈন্য পরিবহন করা একটি বাসে হামলা চালিয়েছে।
এদিকে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান বুধবার এএফপি’কে বলেন, গত বছর আইএসের (আত্মস্বীকৃত) খিলাফতের পতনের পর থেকে এটি ছিল তাদের চালানো সবচেয়ে ভয়াবহ হামলার অন্যতম।
পর্যবেক্ষণ সংস্থা জানায়, ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে ৩ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।