সিরিয়ায় বিমান হামলার তদন্তের আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। খবর এএফপি’র।
ব্রিটিশ ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ৭ ও ৮ জুন রাতে ইদলিব প্রদেশের জার্দানা গ্রাম লক্ষ্য করে চালানো এ বিমান হামলায় ছয় শিশুসহ ৪৪ জন প্রাণ হারায়।
এক বিবৃতিতে গুতেরেস এ বিমান হামলার ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে এ ব্যাপারে পূর্ণ তদন্তের আহবান জানান।
সিরিয়ার উত্তেজনা প্রশমনে তুরস্ক, রাশিয়া ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে ইদলিব সেই চুক্তির অন্তর্ভূক্ত বলে তিনি স্মরণ করে দেন।
গুতেরেস চুক্তিভূক্ত দেশগুলোর প্রতি তাদের চুক্তির শর্ত মেনে চলার আহবান জানান।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়া সংঘাত শুরু হয়। এরপর থেকে দেশটিতে যুদ্ধে সাড়ে তিন লাখেরও বেশী লোক নিহত হয়।
আরজেড/