সিরিয়ায় বিমান হামলায় ইরানপন্থী ৬ যোদ্ধা নিহত

A handout picture released by the official Syrian Arab News Agency (SANA) on February 24, 2020, reportedly shows Syrian air defence intercepting an Israeli missile in the sky over the Syrian capital Damascus. - Six pro-Syrian regime fighters were killed in overnight Israeli air strikes near Damascus, the Syrian Observatory for Human Rights said. Two members of the Islamic Jihad militant group and four pro-Iran fighters in Syria were killed when Israeli aircraft targeted the group late on February 23. (Photo by - / SANA / AFP) / == RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / HO / SANA" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS ==

সিরিয়ার পূর্বাঞ্চলে শনিবার সরকারি বাহিনী ও ইরানপন্থী মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় ছয় যোদ্ধা নিহত হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক ব্রিটেন ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, ইরাক সীমান্তবর্তী আল-আব্বাস গ্রামে বিমান হামলায় নিহতদের মধ্যে সিরিয়ার চার নাগরিক রয়েছে। তারা সিরিয়ার সৈন্য কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সেখানে এ বিমান হামলা কারা চালিয়েছে সে ব্যাপারে ওই সংস্থা কিছু জানায়নি। তবে এ হামলায় ইসরাইলের হাত থাকতে পারে বলে সংস্থাটি জানায়।
২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল সিরিয়ায় শত শত বার বিমান হামলা চালিয়েছে। তারা সিরিয়ার সরকারি সৈন্য, ইরানের মিত্র বাহিনী ও লেবাননের শিয়া জঙ্গি গ্রুপ হিজবুল্লাহ’র যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালায়।
ইসরাইল অধিকাংশ ক্ষেত্রে সিরিয়ায় এসব হামলার অভিযোগ এড়িয়ে গেলেও তারা বলে আসছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে দেশটিতে ইরানের উপস্থিতি হুমকি হওয়ায় সেখানে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।
এ সপ্তাহের গোড়ার দিকে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দির ইজোর প্রদেশ এবং দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে ইসরাইলের বিমান হামলায় সিরিয়ার দুই সৈন্যসহ সাত যোদ্ধা নিহত হয়।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ লাখ ৮০ হাজারের বেশি লোক নিহত হয়েছে এবং দেশটির যুদ্ধপূর্ব জনসংখ্যার অর্ধেকেরও বেশি গৃহহীন হয়ে পড়েছে।